"Beyond the Story - Album"
"Beyond the Story - Album"
অথবা' "গল্পের গভীরে - অ্যালবাম"
এই অ্যালবামটি আমাদের নানা বিষয়ভিত্তিক একটি অ্যালবাম।যেখানে আমরা বন্ধুরা নিজেদের বিভিন্ন গল্পগুচ্ছের এক কথায় (অল্প কথায়) একটি ভিডিও ধারণের মাধ্যমে তা এই "গল্পের গভীরে - অ্যালবাম" এ ছাপিয়ে রাখতে পারি।এতে কোনো একদিন এই ভিডিওগুলো দেখলে নিজের অতীত নিয়ে একটি নস্টালজিয়া অনুভব হবে,"আমার বন্ধুত্ব এক অপূর্ব বন্ধুত্ব ছিলো"।
![]() |
Banner of Admin or Author |
[সাদেকুল রহমান সাব্বির]
এই ঠান্ডা, নীরব সন্ধ্যায়, বাইরে ঘুরে নিজেকে কিছুটা প্রশান্তি না দিলে ভালো লাগবে না। একলা একলা শহরের রাস্তায় বের হয়ে পড়লাম—বাসায় বসে থাকার চেয়ে এই মুহূর্তটা আরও সজীব, আরও উজ্জ্বল। মনে হলো, শহরটা একবার ভালোভাবে না ঘুরে দেখলে কিছুই হবে না। আর এই পরিচিতি, এই অচেনা দৃশ্যগুলো না পেলে কিছুটা খালি খালি লাগবে।
সময়ের কাঁটায় এখন সন্ধ্যা ৫টা ১৫ মিনিট, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার,কেন্দ্রীয় বাস টার্মিনাল,রংপুর(ওভার ব্রিজের উপরে) ঠান্ডার মাঝে হালকা বাতাস, গোধূলির স্নিগ্ধ আলো, আর এই মুহূর্তে একটা অদ্ভুত শান্তি।
২৪এর গণঅভ্যুত্থান
১৬জুলাই থেকে ৩৬জুলাই এক কোটা আন্দোলন থেকে সূত্রপাত ঘটে সরকার পতনের আন্দোলন।সেই আন্দোলনের সকলের ঐক্য নিয়ে নিচে একটি ভিডিও এ্যালবাম হিসেবে রেখে গেলাম।